সম্প্রতি খুনমিংয়ে অনুষ্ঠিত ২০০৮ সালের 'নৌযাত্রা দিবস' চুচিয়াং অঞ্চলের স্মরণ সভা থেকে জানা গেছে, বহু বছরের নির্মাণের পর চীন অভ্যন্তরীণ নদীতে নৌযাত্রা উন্নয়নের স্বর্ণ যুগে প্রবেশ করেছে। এক পেশাগত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চীনের অভ্যন্তরীন নদীপথের দৈর্ঘ্য ১ লাখ ৩০ হাজার কিলোমিটারেরও বেশি। এ ক্ষেত্রে চীন বিশ্বে প্রথম স্থানে রয়েছে।
ইয়াংসি নদী, চুচিয়াং নদী ও হুয়াইহো নদী চীনের নদী সম্পদের এক তৃতীয়াংশ দখল করে। এ তিনটি নদীর প্রধান অংশে সবই নৌ চলাচল করা যায়। ২০০৭ সালে ইয়াংসি নদীর প্রধান জলপথের বার্ষিক পরিবহনের পরিমাণ ১১০ কোটি টন ছাড়িয়েছে। এ পরিমাণ পেইচিং থেকে কুয়াংচৌগামী ১৬টি রেলপথের পরিবহনের পরিমাণের সমান। (ইয়ু কুয়াং ইউয়ে)
|