চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত চিয়াংসু ও শাংহাইতে অর্থনীতির ব্যবস্থাপনার অবস্থা পরিদর্শন করেছেন। তিনি উল্লেখ করেছেন, এ বছর চীন আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রতিকূল উপাদান আর গুরুতর প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করেছে। চীনের জাতীয় অর্থনীতি সামষ্টিক নিয়ন্ত্রণের পূর্বনির্ধারিত দিকে এগিয়ে যাচ্ছে। চীনের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভাল। তিনি জোর দিয়ে বলেন, সক্রিয়ভাবে নানা জটিল চ্যালেঞ্চ মোকাবেলা করতে হবে এবং অর্থনীতির সুষ্ঠু ও দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
ওয়েন চিয়া পাও পর পর হাই টেক শিল্প প্রতিষ্ঠান, বস্ত্র শিল্প প্রতিষ্ঠান, বন্দর ও গ্রামাঞ্চলে পরিদর্শন করেন। তিনি অপেক্ষাকৃত দীর্ঘকালে অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত বিকাশ বজায় রাখা, মূল্য স্ফীতি নিয়ন্ত্রণকে সামষ্টিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ স্থানে রাখা, খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি করে সমন্বয় আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা, আমদানী ও রপ্তানীর কাঠামো সুবিন্যস্ত করা এবং বৈদেশিক উন্মুক্তকরণের মান উন্নত করার আদেশ দিয়েছেন।
তিনি আশা করেন, চিয়াং সু প্রদেশ সার্বিকভাবে আর্থ-সামাজিক উন্নয়নের মান উন্নত করবে এবং সাংহাই আধুনিকীকরণ আন্তর্জাতিক মহানগর নির্মাণের গতি দ্রুততর করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|