ভারতের বৃহত্তম বিরোধী পার্টি-- ভারত জনতা পার্টির নেতা এল.কে আদভানি ৫ জুলাই নয়াদিল্লীতে বলেন, এখন ক্ষমতাসীন ভারতের ইউ পি এ সরকার ইতোমধ্যেই পার্লামেন্টের সংখ্যাগোরিষ্ঠ আসন হারিয়ে গেছে। ভারত জনতা পার্টি শীঘ্রই দেশব্যাপী সাধারণ নির্বাচন আয়োজনের অনুরোধ জানায়।
ইন্দো-এশিয়ান বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ভারত জনতা পার্টি অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের পর আদভানি এ কথা জানান। তিনি বলেন, পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টি সংখ্যালঘু হয়ে যাওয়ায় তার অব্যাহত ক্ষমতাসীন থাকার অধিকার নেই। সুতরাং ভারত জনতা পার্টি অবিলম্বে দেশব্যাপী সাধারণ নির্বাচন আয়োজনের অনুরোধ জানাচ্ছে।
তিনি আরো বলেন, আগস্ট মাসে পুনরায় পার্লামেন্টের অধিবেশন হওয়ার কথা। তবে ভারত জনতা পার্টি লোক সভার জরুরি অধিবেশন আয়োজন করে চলমান সরকারের ওপর আস্থা ভোট নেয়ার দাবি জানায়। তিনি আরো বলেন, ইউ পি এ আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের কোনো অধিকার নেই।--ওয়াং হাইমান
|