২০০৮ সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে আবহাওয়ার সেবা সংক্রান্ত বহুমুখী মহড়া ৬ জুলাই চীনের রাজধানী পেইচিংয়ে শুরু হয়েছে । তিনদিনব্যাপী এ মহড়ার লক্ষ্য হচ্ছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস দেয়ার সামর্থ্য ও সেবার মান যাচাই করা ।
মহড়া চলাকালে চীনের আবহাওয়া বিভাগ আবহাওয়ার বাস্তব অবস্থার প্রেক্ষাপটে আবহাওয়ার সেবামূলক তথ্য পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির প্রতিযোগিতা পরিচালনা কেন্দ্র ও অন্যান্য বিভাগের কাছে সরবরাহ করবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম উপায়ে সম্ভাব্য মেঘ সরিয়ে বৃষ্টি কমানোর মহড়া করবে ।
এর আগে চীনের আবহাওয়া ব্যুরোর একজন কর্মকর্তা বলেন , পেইচিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে প্রবল বৃষ্টি হওয়ার হার ১০ শতাংশেরও কম হবে । তিনি আশা করেন , আগামী ৮ আগস্ট অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে আবহাওয়ার ভালো থাকবে ।
|