শনিবারও ক্যানাডার পশ্চিমাংশের সাসকাটচেওয়ান প্রদেশ ও যুক্তরাষ্ট্রের ক্যারিফোর্নিয়া অংগরাজ্যের দাবানলের বিস্তার হচ্ছে ।
সাসকাটচেওয়ান প্রদেশের একজন সরকারী কর্মকর্তা বলেন , দাবানলের ছোবলে পড়ে গত এক সপ্তাহে এ প্রদেশের ২ হাজার ৮ শ'রও বেশি মানুষ বাধ্য হয়ে নিজেদের আবাসভূমি ছেড়ে অন্যত্র চলে যান । শনিবার পর্যন্ত এ প্রদেশের ৮৮টি জায়গায় দাবানল জ্বলছে । আগুণে পুরিয়ে যাওয়া বনাঞ্চলের আয়তন ৩ হাজার বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে । ৬টি শহর দাবানল কবলিত হয়েছে ।
দু সপ্তাহ আগে ক্যারিফোর্নিয়া অংগরাজ্যে বজ্রপাতের কারণে এক হাজারটি দাবানল দেখা দেয় । এ রাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসা দমকলের প্রায় ২০ হাজার সদস্যের সর্বাত্মক প্রচেষ্টায় এখন পর্যন্ত ১ হাজার ৪ শ'রও বেশি জায়গার দাবানল নিভিয়ে দেয়া হয় । তবে এখনো ৩ শ'রও বেশি জায়গায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে । এ রাজ্যে ২ হাজার বর্গকিলোমিটারেরও বেশি বন আগুণে বিনষ্ট হয়েছে ।
|