রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ জুলাই প্রকাশিত এক ইস্তাহারে বলেছে, একই দিন জর্জিয়া দক্ষিণ ওসেটিয়ার ওপর যে গোলা বর্ষণ করেছে, তা মানে দক্ষিণ ওসেটিয়াকে আগ্রাসন করা। এ ঘটনার পর জর্জিয়া যৌথ তদন্ত করতে প্রত্যাখ্যান করেছে।
দক্ষিণ ওসেটিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ জুলাই বলেছে, ৩ জুলাই গভীর রাতে জর্জিয়ার সামরিক বাহিনী মর্ট্যার, রকেট লঞ্চার ও হালকা অস্ত্র দিয়ে দক্ষিণ ওসেটিয়ার রাজধানী টসখিনভালি শহরের আবাসিক এলাকায় গুলি ছুড়েছে। এতে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। দক্ষিণ ওসেটিয়া পাল্টা আক্রমণ করে নি।
একই দিন জর্জিয়ার সশস্ত্র শক্তির শান্তিরক্ষী অভিযান কেন্দ্রীয় দফতরের সেনাপতি মামুখা খুরাশভিলি বলেন, ৩ জুলাই গভীর রাত থেকে ৪ জুলাই ভোর বেলা পর্যন্ত দক্ষিণ ওসেটিয়ার বেআইনী সশস্ত্র সংস্থা শান্তিরক্ষী কর্মরত জর্জিয়ার সেনাবাহিনীর প্রহরী আর পুলিশ চেকপয়েন্টের ওপর হামলা চালিয়েছে। একাধিক বার সতর্কতা জানানো ব্যর্থ হওয়ার পর জর্জিয়ার সেনাবাহিনী দক্ষিণ ওসেটিয়ার বেআইনী সশস্ত্র শক্তির ঘাঁটির ওপর পাল্টা আক্রমণ চালিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|