বেলজিয়ামে ইরানের রাষ্ট্রদূত ৪ জুলাই ই ইউ'র কূটনীতি ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ প্রতিনিধি জাভিয়ের সোলানার কাছে সোলানা এবং ছ'পক্ষীয় পররাষ্ট্র মন্ত্রীদের প্রস্তাবের প্রতি ইরানের জবাব দাখিল করেছেন। এদিন ইরানের প্রেস টি ভি সূত্রে এ খবর জানা গেছে।
খবরে বলা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানৌছের মোত্তাকির স্বাক্ষরকৃত চিঠির মাধ্যমে ইরান একবার দিয়েছে। তবে জবাবের বিস্তারিত বিষয় সম্পর্কে খবরে কিছু বলা হয়নি।
এদিন সকালে ইরানের পরমাণু প্রধান আলোচ্য প্রতিনিধি সায়েদ জালিলি সোলানার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলার সময় বলেন, ইরান গঠনমূলক মনোভাব নিয়ে সোলানা এবং যুক্তরাষ্ট্র , রাশিয়া , চীন , ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ছয় দেশের পররাষ্ট্র মন্ত্রীদের প্রস্তাবের প্রতি জবাব দিয়েছে। সোলানা ইরানের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। দু'পক্ষ জুলাই মাসের মাঝামাঝি সময় পরমাণু সংশ্লিষ্ট সমস্যা আলোচনা শুরু করার প্রস্তাব করেছে। --ওয়াং হাইমান
|