৩ জুলাই টোকিওতে জাপান - চীন মৈত্রী সমিতির পূর্ণাঙ্গ সম্মেলন শুরু হয়েছে। এতে জাপানের সাবেক মুখ্য ক্যাবিনেট সচিব, লিবারাল ডেমক্রেটিক পার্টির মহাসচিব কইচি কাতো সমিতি নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সম্মেলন শেষে কইছি কাটো বলেন, চীন ও জাপানের মৈত্রী এবং সুন্দর এশিয়া গড়ে তোলার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন, যাতে জাপান-চীন সম্পর্ক বাধাহীন বন্ধুত্বের সম্পর্কে পরিণত হবে।
জাপানে চীনের রাষ্ট্রদূত চুই টিয়ান কাই এ সম্মেলনে বলেন, গত মে মাসে চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ফলপ্রসূ জাপান সফর করেন। দু'পক্ষ চতুর্থ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল প্রকাশ করেছে। এ দলিলে দু'দেশের সম্পর্ক উন্নয়নের পরিচালনা নীতি নির্ধারিত হয়েছে এবং এ সম্পর্কের ভবিষতের উন্নয়ন পরিকল্পনাও করা হয়েছে। জাপান-চীন মৈত্রী সমিতির চেষ্টায় বর্তমানে জাপান-চীনেরর সম্পর্ক সুষ্ঠু হয়েছে। আমরা আশা করি, বর্তমানের নতুন সূচনা বিন্দুতে কইচি কাতোর নেতৃত্বে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।
(ওয়াং তান হোং)
|