জুন মাসের শেষ দিক থেকে পেইচিংয়ে ২ হাজারেরও বেশি ব্যাংকে রেন মিন পি'র বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় করা যাচ্ছে । সম্প্রতি চীনের সংশ্লিষ্ট বিভাগ এ খবর দিয়েছে ।
ব্যাংক ছাড়া বিভিন্ন বড় হোটেল ও বিমান বন্দরেও রেনমিনপি'র বিপরীতে বিদেশী মুদ্রা বিনিময় করা যাচ্ছে । পরিচয়পত্র অনুসারে নাগরিকদেরকে বিদেশী মুদ্রা বিনিময়ের অগ্রাধিকার দেয়া হয় ।
খবরে জানা গেছে , যে সব ব্যাংকে বিদেশী মুদ্রা বিনিময় করা যায় , সেগুলোতে বিনিময়ের প্রতীক প্রদর্শিত হচ্ছে । এ সব ব্যাংকে মার্কিন ডলার ও ইউরোসহ বেশ কয়েকটি প্রধান বিদেশী মুদ্রা বিনিময় করা যাচ্ছে । এ সব ব্যাংকের কর্মীরা ভাল ইংরেজী বলতে পারেন ।(থান ইয়াও খাং)
|