পাঁচ দিনব্যাপী ১৯ তম বিশ্ব তেল সম্মেলন ৩ জুলাই মাদ্রিদে শেষ হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা তেল শিল্পের টেকসই উন্নয়ন বাস্তবায়নের চেষ্টা চালানোর আহবান জানিয়েছেন।
অংশগ্রহণকারীরা মনে করেন, তেলসহ জৈব জ্বালানী সম্পদ আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের প্রধান জ্বালানী উত্স হবে। তাই তেল কোম্পানি, বিশ্বের প্রধান তেল উত্পাদনকারী দেশ এবং ভোক্তা দেশগুলোর সম্মিলিতভাবে তেলের সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানী নিরাপত্তা সুরক্ষার চেষ্টা চালানো উচিত।
সম্মেলনে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, তেল শিল্পের টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য নতুন প্রযুক্তি তৈরী করা, জ্বালানী সম্পদের সদ্ব্যবহার বাড়ানো এবং পরিবেশের ওপর জ্বালানী সম্পদ ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানো উচিত।
সম্মেলনে ২০ তম বিশ্ব তেল সম্মেলন ২০১১ সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। (লিলি)
|