জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জ্যাকস দিউফ ৩ জুলাই ব্রাসেলসে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার মাধ্যমে খাদ্যশস্যের নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানিয়েছেন।
এদিন ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত খাদ্যশস্যের সমস্যা সম্পর্কিত একটি সম্মেলনে দিউফ বলেন, দরিদ্র দেশগুলোর ওপর খাদ্যের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। দিন দিন খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় ২০০৭ সালে বিশ্বে আরো ৫ কোটি ক্ষুধাত মানুষ বেড়ে গেছে। তিনি বলেন, বিশ্বে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা কমানো এবং খাদ্যের বর্ধিত চাহিদা পূরণ করার জন্য খাদ্য উত্পাদনের পরিমাণ ২০৫০ সালে দ্বিগুণ বাড়াতে হবে।
দিউফ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আগেকার কৃষি উন্নয়ন উপেক্ষা করার নীতি পরিবর্তন করা, কৃষি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা ও ব্যবস্থা নির্মাণ কাজ জোরদার করা এবং খাদ্যের উত্পাদনের পরিমাণ বাড়ানোর জন্য দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা। যাতে এসব দেশের খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। (লিলি)
|