v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-04 17:04:27    
চীনের মূল ভূভাগের প্রথম পর্যটন দল তাইওয়ান গেছে

cri
    চীনের মূল ভূভাগের প্রথম পর্যটন দল ৪ জুলাই সকালে তাইওয়ান প্রণালীর দু'পারের সপ্তাহান্তের ভাড়া বিমানে তাইওয়ানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে। কুওয়াংচৌ থেকে রওয়ানা হওয়া পর্যটকরা প্রথমে তাইওয়ান পৌছেছেন।

    তাইওয়ানে ভ্রমণ করতে যাওয়া মূল ভূভাগের প্রথম দফা পযর্টন দলের সদস্যসংখ্যা ৭৬০।৪ জুলাই তারা সপ্তাহান্তের ভাড়া বিমানে যথাক্রমে পেইচিং, সাংহাই, নানচিন ও শামেন থেকে তাইওয়ানের উদ্দেশ্যে রওয়ানা হয়। সাত দিন থেকে দশ দিনব্যাপী এ ভ্রমণে তারা তাইওয়ানের বিখ্যাত দশর্ণীয়স্থানগুলো পরির্দশন করবেন। পেইচিং রাজধানী বিমান বন্দরে আয়োজিত এক সূচনা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মহা পরিচালক ওয়াং ই বলেছেন,

     আজ যেমন তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কের ইতিহাসে একটি স্মরণীয় দিন তেমনি দু'পারের স্বদেশীদের বিনিময় ইতিহাসের একটি নুতন সূচনা। চীনের মূল ভূভাগের পর্যটকদের তাইওয়ানে ভ্রমণ করতে যাওয়া, দু'পারের মধ্যে বাণিজ্য , পরিবহণ ও ডাক যোগাযোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা তাইওয়ান প্রণালীর দু'পারের জনসাধারণের অভিন্ন আকাঙ্ক্ষা। এই কাংক্ষিত সিদ্ধান্ত শুধু প্রনালীর দু'পারের স্বদেশীরা স্বাগত জানিয়েছেনতাই নয় বিশ্ব সম্প্রদায় এর ব্যাপক ইতিবাচক মূল্যায়নও করেছে।

      তিনি বলেন, বতর্মানে তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক উন্নয়নের জন্য এটি একটি দুলর্ভ সুযোগ । দু'পারের স্বদেশীদের জন্য কল্যাণকর, দু'পারের সম্পর্কের উন্নয়নের নতুন পরিস্থিতি উন্মোচনের জন্য কল্যাণকর ও চীনা জাতির সার্বিক ও মৌলিক স্বার্থ রক্ষার জন্য কল্যাণকর সকল প্রয়াসকে চীনের মূল ভূভাগ অবশ্যই এগিয়ে নিতে ও কার্যকর করতে প্রস্তুত।

    উল্লেখ্য, ২০০৫ সালে চীনের মূল ভূভাগ মূল ভূভাগের নাগরিকদের জন্য তাইওয়ান অঞ্চলে পযর্টন করতে অনুমোদন দিয়েছে। এর পর দু'পক্ষের পর্যটন ও বে-সরকারী সংস্থাগুলোর মধ্যে এ বিষয় নিয়ে বেশ কয়েক বার আলাপ আলোচনা হয়। কিন্তু তাইওয়ানের তত্কালীণ কতৃপক্ষের নানা ধরনের রাজনৈতিক বাধায় বিষয়টি স্থগিত ছিল।