v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-03 19:13:27    
০৭/০৩—মঙ্গোলিয়ার পার্লামেন্ট নির্বাচন

cri
মঙ্গোলিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ ২৯ জুন অনুষ্ঠিত হয়েছে। মোট ১১টি রাজনৈতিক দল ও একটি রাজনৈতিক জোট এতে অংশ নিয়েছে। প্রার্থীর সংখ্যা ছিল ৩৫৬, এর মধ্যে ৪৫জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

১৯৯২ সালে গৃহীত সংবিধান অনুযায়ী, মঙ্গোলিয়ায় প্রেসিডেন্ট থাকা পার্লামেন্ট ব্যবস্থা চালু হয়। পার্লামেন্ট হচ্ছে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং আইন প্রণয়নকারী। পার্লামেন্টের একমাত্র পার্লামেন্টে সদস্য সংখ্যা ৭৬। তাদের কার্যমেয়াদ ৪ বছর। ২৫ বছরের চেয়ে বেশি বয়সী যে কোনো ভোটা অধিকার প্রাপ্ত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারেন। ৬ মাস পর পর পার্লামেন্টের নিয়মিত অধিবেশন কমপক্ষে ৭৫ কর্ম দিবস ধরে চলে।

মঙ্গোলিয়ার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল মঙ্গোলিয়ার গণ বিপ্লবী পার্টি ও সিটিজেনস উইল-রিপাবলিক্যান পার্টি সিডাব্লিউপিসহ বিভিন্ন দল যৌথভাবে বর্তমান সরকার গঠন করে। দ্বিতীয় বৃহত্তম দল গণতান্ত্রিক পার্টি হচ্ছে পার্লামেন্টের বিরোধী দল। এবারের নির্বাচনে মঙ্গোলিয়ার গণ বিপ্লবী পার্টি ও সিডাব্লিউপি উভয়ের ৭৬জন করে প্রার্থী অংশ নিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, এবারের নির্বাচনে প্রধানত এ দুটি রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

মঙ্গোলিয়ার গণ বিপ্লবী পার্টি হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল। এর লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং অবাধ বাজার অর্থনীতি উন্নয়ন করা। গত ৪ বছরে মঙ্গোলিয়ার গণ বিপ্লবী পার্টি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যৌথভাবে ক্ষমতাসীন থাকাকালে মঙ্গোলিয়ার জ্বালানী ও খাদ্যশস্যসহ বিভিন্ন প্রধান ভোগ্য পণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। এবারের নির্বাচনে মঙ্গোলিয়ার গণ বিপ্লবী পার্টি নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে, মঙ্গোলিয়ার অর্থনীতি গড় বার্ষিক প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ এবং ২০১২ সাল নাগদ মঙ্গোলিয়ার মাথাপিছু জাতীয় উত্পাদনের মোট মূল্য ৫ হাজার মার্কিন ডলার হবে।

গণ তান্ত্রিক পার্টির লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক, মানবাধিকার ভিত্তিক ও মুক্ত সমাজ উন্নয়ন করা। কাজে অবহেনার অভিযোগ তুলে ২০০৬ ও ২০০৭ সালে গণতান্ত্রিক পার্টি পর পর দু'বার সরকারকে অভিশংসিত করার চেষ্টা করেছিল। এবারের নির্বাচনে তারা দশটি নীতি উত্থাপন করেছে, এর মধ্যে রয়েছে দুর্নীতি দমন, জাতীয় শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সমস্যার সমাধান, খনি শিল্পের উন্নয়ন দ্রুততর করা এবং ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা ইত্যাদি।