v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-03 18:46:38    
ভূমিকম্প দুর্গত অঞ্চলে বন্যা প্রতিরোধের ব্যবস্থা নেয়া হচ্ছে

cri
    ২ জুলাই চীনের জল প্রকল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন , সি ছুয়ানের দুর্গত অঞ্চল যাতে নিরাপদে বন্যার মৌসুম অতিক্রম করতে পারে , সেজন্য সংশ্লিষ্ট বিভাগ ও দুর্গত অঞ্চলের মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জলপ্রকল্প জরুরী ভিত্তিতে মেরামত করছেন এবং ভূমিকম্প হ্রদের পানি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন ।

    ১ জুলাই থেকে চীনের ভূমিকম্প দুর্গত অঞ্চলে বন্যার মৌসুম শুরু হয়েছে । আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী এ বছর দুর্গত অঞ্চলের বৃষ্টি অন্য বছরের চেয়ে বেশি হবে । ভূমিকম্পের কারণে দুর্গত অঞ্চলের জলাধার , জলবিদ্যুত কেন্দ্র ও বাঁধগুলোর বন্যা প্রতিরোধের সামর্থ্য কমে গেছে । পাহাড়ধসে সৃষ্ট ভূমিকম্প হ্রদগুলোর বিপদ এখনোপুরোপুরি দূর করা যায় নি । কাজেই দুর্গত অঞ্চলের বন্যা প্রতিরোধ পরিস্থিতি কঠিন ।

    চীনের জল প্রকল্প উপমন্ত্রী চিয়াও ইয়োং বলেন , চীন সরকার ভূমিকম্প দুর্গত অঞ্চলের বন্যা প্রতিরোধকে বেশি গুরুত্ব দিচ্ছে । ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর সময় সম্ভাব্য বন্যা প্রতিরোধেরজন্য ব্যবস্থা নেয়া হয়েছে । চিয়াও ইয়োং বলেন , ভূমিকম্প দুর্গত অঞ্চলের বন্যা ঠেকানোর জন্য প্রথমে বন্যা প্রতিরোধ ব্যবস্থা পরীক্ষা করে দেখতে হবে । এ কাজ সম্পন্ন করার জন্য চীনের জলপ্রকল্প বিভাগের মোট ৩২৮০জন প্রযুক্তিবিদকে দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে । পরীক্ষার পর বন্যা প্রতিরোধের জরুরী ব্যবস্থা নিতে হবে এবং ভূমিকম্পে নষ্ট হওয়া জলনিষ্কাশন ব্যবস্থা মেরামত করতে হবে ।

    জানা গেছে , জল প্রকল্প বিভাগের সাহায্যে ভূমিকম্পে নষ্ট জলাধার , জলবিদ্যুত কেন্দ্র ও নদীর বাঁধ মেরামতের কাজ পুরোদমে চলছে । সি ছুয়ান প্রদেশের এক হাজার আট শ'টি ক্ষতিগ্রস্ত জলাধারের ৮০ শতাংশের প্রাথমিক মেরামত শেষ হয়েছে । বিপদজনক জলাধারগুলোর মেরামতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ।

    জলপ্রকল্পগুলোর মেরামত ছাড়া নষ্ট জলাধার ও জলবিদ্যুত কেন্দ্রগুলোতে পানির পরিমান কমানো অথবা খালি করার ব্যবস্থাও নেয়া হয়েছে । এর পাশাপাশি নষ্ট হওয়া জলাধার ও বাঁধগুলো তদারকি ও কর্মী স্থানান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে ।

    দুর্গত অঞ্চলে পাহাড় ধসে অনেক ভূমিকম্প হ্রদ সৃষ্টি হয়েছে । ভূমিকম্প হ্রদকে বিপদমুক্ত করার জন্য জলপ্রকল্প বিভাগ বিজ্ঞানসম্মত , নিরাপদ ও দ্রত পদক্ষেপ গ্রহণ নীতি অনুসারে ব্যবস্থা নিচ্ছে। সি ছুয়ানের ওয়েন ছুয়ানের ভয়াবহ ভূমিকম্পে মোট ৩৫টি বড় ধরনের ভূমিকম্প হ্রদ সৃষ্টি হয়েছে । এর মধ্যে সবচেয়ে বিপদজনক থান চিয়ান সান ভূমিকম্প হ্রদের বিপদ বিভিন্ন পক্ষের মিলিত চেষ্টায়১১ জুন দূর করা হয়েছে । বিশেষজ্ঞদের ধারণা , হ্রদের পানি প্রবাহের পথ চওড়া করার মাধ্যমে প্রচুর পানি নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে । এখন নতুন সৃষ্ট নদীপথের দু শ' বছরের নজিরবিহীন প্রবল বন্যা প্রতিরোধের সামর্থ্য আছে । অন্য ভূমিকম্প হ্রদের পানি সরিয়ে নেয়ার কাজও ঠিকমতো চলছে ।

    উপমন্ত্রী চিয়াও ইয়োং বলেন , দুর্গত অঞ্চলে বন্যা মৌসুম শুরু হওয়ার পর দুর্গত অঞ্চলের বন্যা প্রতিরোধ কাজগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত জলাধার ও ভূমিকম্প হ্রদের তদারকি কাজ এখন গুরুত্বপূর্ণ । তিনি বলেন , ক্ষতিগ্রস্ত জলাধারগুলো মেরামতের কাজ অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে । ঝড়বৃষ্টি আসার আগে ভূমিকম্প হ্রদের পানি সরিয়ে নিতে হবে ।

    তা ছাড়া , সংশ্লিষ্ট বিভাগ যথাসময় ঝড়বৃষ্টি পূর্বাভাসের জন্য দিন রাত আবহওয়া ও বন্যার পরিবর্তন তদারক করছে এবং বন্যা দেখা দিলে মানুষ স্থানান্তর ও বন্যা প্রতিরোধ দল ও সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা প্রণয়ন করছে ।