v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-03 18:41:14    
বেতানকোতে উদ্ধার হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিনন্দন

cri
    কলম্বিয়ার সরকার ২ জুলাই জানিয়েছে, কলম্বিয়ার সরকারী বাহিনী এদিন ফরাসী বংশোদ্ভূত কলম্বিয়ার নারী রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ইংগ্রিড বেতানকোর্তসহ ১৫ জন জিম্মি উদ্ধার করেছে। সেদেশের সরকার-বিরোধী গেরিলা সংস্থা "পাওয়ার আর্মড রেভল্যুশন অব কলম্বিয়া" তাদেরকে অপহরণ করেছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এ উদ্ধারের জন্য অভিনন্দন জানিয়েছে এবং কলম্বিয়ার সরকার-বিরোধী সশস্ত্র সংস্থাকে যত তাড়াতাড়ি সম্ভব সকল জিম্মি মুক্তি দেয়ার তাগিদ দিয়েছে।

    ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ কর্মকর্তা হাভিয়ের সোলানা বলেন, তিনি আশা করেন, কলম্বিয়ার সরকার এবারের জিম্মি উদ্ধার ঘটনাকে কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জিম্মি সমস্যার সমাধান করতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবের কাছে পাঠানো এক বার্তায় সাফল্যের সঙ্গে বেতানকোতকে উদ্ধার করার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি আরো বলেন, ফ্রান্স অব্যাহতভাবে কলম্বিয়ার জাতীয় সমঝোতার প্রক্রিয়াকে সমর্থন করবে। মার্কিন প্রেসিডেন্ট বুশ তাঁর বার্তায় কলম্বিয়ার প্রশংসা করেছেন এবং কলম্বিয়ার সরকারকে সমর্থনের কথা বলেছেন। স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রোড্রগেজ জাপাতেরো তার বার্তায় বলেন, জিম্মিদের মধ্যে একজন প্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসেবে বেতানকোতেকে উদ্ধার কলম্বিয়ার জাতীয় সমঝোতার জন্য তাত্পর্যপূর্ণ। তাছাড়া, বলিভিয়া, আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এবং সরকার প্রকাশ্য ভাষণ ও বার্তা পাঠিয়ে কলম্বিয়ার সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং কলম্বিয়ার সরকার-বিরোধী সশস্ত্র যোদ্ধাদের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব বল প্রয়োগ ত্যাগ করে সকল জিম্মিকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে। (লিলি)