চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রী লি ই চোং ২ জুলাই পেইচিংয়ে বলেছেন, গত ছয় মাসে চীনের শিল্প ও টেলিযোগাযোগ খাত টানা প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে।
শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের শিল্প খাতের অব্যাহত উন্নতি হচ্ছে। গত পাঁচ মাসে চীনের উঁচু মানের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্ধিত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ২০.৯ শতাংশ বেশি। টেলিযোগাযোগ খাত স্থিতিশীল উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। সারা দেশে টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ৯৬ কোটি।
৫০ লাখ ইউয়ানের বেশি বার্ষিক আয়ের শিল্প প্রতিষ্ঠানকে উঁচু মানের শিল্প প্রতিষ্ঠান বলে ধরা হয়।(লিলু)
|