জাতিসংঘ মহাসচিব বান কি মুন ৩ জুলাই চীনে তিন দিনের আনুষ্ঠানিক সফর শেষ করে পেইচিং থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গেছেন।
চীন সরকারের আমন্ত্রণে ১ জুলাই বিকালে তিনি পেইচিংয়ে আসেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বান কি মুনের সঙ্গে সাক্ষাত্ করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন।
চীনে সফরকালে বান কি মুন পররাষ্ট্র ইনস্টিটিউটে ভাষণ দিয়েছেন এবং পেইচিং তি থান হাসপাতালে এইডস রোগীদেরকে দেখতে গিয়েছিলেন। তাছাড়া তিনি পেইচিং অলিম্পিক প্রকল্পের প্রদর্শনী কেন্দ্র ও জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্ট পরিদর্শন করেন।(লিলু)
|