ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা(ও.এস.সি.ই)-এর পার্লামেণ্টারি সম্মেলনের ১৭ তম অধিবেশন ৩ জুলাই কাজাখস্তানের রাজধানী আস্তানায় শেষ হয়েছে।
অধিবেশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী জর্জিয়ার আবখাজিয়া অঞ্চলে রাশিয়ার একতরফা শান্তিরক্ষী সৈন্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে ও.এস.সি.ই উদ্বেগ প্রকাশ করে। রাশিয়াকে আন্তর্জাতিক আইন মান্য করে জর্জিয়ার সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ও.এস.সি.ই।
২০০৯ ও ২০১০ সালে অনুষ্ঠেয় আফগানিস্তানের প্রেসিডেণ্ট নির্বাচন ও পার্লামেণ্ট নির্বাচনের প্রস্তুতি কাজের জন্য এ অধিবেশনে আফগানিস্তানকে সামরিক ও মানবিক ত্রানসাহায্য এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
(ওয়াং তান হোং)
|