২ জুলাই চীনের ইউননান প্রদেশে ঝড় হয়েছে। খুনমিং, সিশুয়াংবাননা ও লিচিয়াংয়ে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। এতে খুনমিং বিমান বন্দর কয়েক ঘন্টা বন্ধ ছিল। প্রায় ২হাজার ৫শো যাত্রী খুনমিং বিমান বন্দরে অপেক্ষা করছিল।
এদিন বিকাল ৫টার পর খুনমিংয়ে ঝড় কমে যায়। ছংছিং বিমান বন্দরে অপেক্ষমান বিমানগুলো তখন পর্যন্ত ক্রমে খুনমিং বিমান বন্দরে যেতে শুরু করে। সন্ধা ৭টা ৩০মিনিট পর্যন্ত ছংছিং চিয়াংপেই বিমান বন্দরে খুনমিংয়ে ঝড়ের কারণে অপেক্ষমান সবগুলো বিমান নিরাপদে খুনমিংয়ে পৌঁছায়।
জানা গেছে, ভবিষ্যত কয়েক দিনে ইউননান প্রদেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে।
ছাই ইউয়ে
|