v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-03 16:37:16    
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের আসল রূপ

cri
    গ্রীসে অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি সংযোগ অনুষ্ঠান ও ফ্রান্সের প্যারিসে মশাল হস্তান্তর শেষ হওয়ার পর বেশ কিছু দিন কেটে গেছে। তবে গ্রীসে পবিত্র অগ্নি সংযোগ অনুষ্ঠান ও প্যারিসে মশাল হস্তান্তরের সময় রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারসের সদস্যদের নাশকতামূলক কর্মকান্ড বিশ্ব বাসীর মনে রেখাপাত করেছে। রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারস নামক সংগঠনটি আসলে কি ধরণের? এ সংগঠনের মহাসচিব রবার্ট মেনার্ড বলেন, তারা তথ্যের অবাধ প্রবাহ এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত সাংবাদিকতার জন্য কাজ করে থাকেন। একথার সত্যতা কতুটকু? এ সংগঠনের অর্থের উত্স কি? এসব প্রশ্ন নিয়ে আমাদের সংবাদদাতা ফ্রান্সের বিখ্যাত লেখক ম্যাক্সিম ভিভাসের সাক্ষাত্কার নিয়েছে। বেশ ক'বছরের গবেষণার পর গত বছর রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারসের ওপর তার একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ের নাম হলো রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারসের অজানা কদর্যতা ।

    ১৯৭৯ সালে রবার্ট মেনার্ডের উদ্যোগে প্যারিসে রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারস সংগঠনটির জন্ম হয়। এটি একটি বেসরকারী সংগঠন। বিশ্বের ৫০টিরও বেশি দেশের অবাধ তথ্য প্রবাহ পর্যালোচনার জন্য প্রতি বছর তারা বার্ষিক রিপোর্ট প্রকাশ করে। কিছু পশ্চিমা দেশ নিজ স্বার্থে তাদেরকে অবাধ তথ্য প্রবাহ সুরক্ষার অগ্রণী নাম দিয়েছে। তবে ভিভাসে বহু বছরের তথ্য সংগ্রহ,সাক্ষাত্কার ও গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছেন যে, সংগঠনটি খুব কদর্য। তিনি বলেন, (১)

    আমার সংগৃহীত বহু তথ্য প্রমাণ করে, রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারস সংগঠনটির ভেতরের অবস্থা খুব কদর্য।

    তিনি জোর দিয়ে বলেন, (২)

    সংগঠনটির একটিই মাত্র লক্ষ্য হলো ,আর সেটা হলো তাদেরকে অর্থ সরবরাহকারী কতিপয় দেশ ও সংস্থার স্বার্থ রক্ষা করা। অবাধ তথ্য ও সাংবাদিকদের স্বার্থ নিশ্চিত করা তার লক্ষ্য নয়। সাম্প্রতিক বছরগুলোতে বহু সাংবাদিক যুদ্ধে নিহত হয়েছে। এ সংগঠনটির বার্ষিক রিপোর্টে সে সম্পর্কে কিছুই বলা হয় নি। অন্য দিকে মার্কিন বাহিনী ইরাক দখল করার পর সংগঠনটি সার্টিফিকেট দেয় যে, মার্কিন বাহিনী মোতায়েনের পর ইরাকের অবাধ তথ্য প্রবাহ পুনরুদ্ধার হয়েছে।

    বেসরকারী সংগঠন হিসেবে রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারসের প্রচুর অর্থ দরকার। এসব অর্থ কোথা থেকে আসে? ভিভাস তদন্ত করে এ সম্পর্কে কিছু প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, (৩)

    রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারসের অর্থ প্রধানত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যুরো ও জাতীয় গণতন্ত্র তহবিল এবং ফ্রান্সের কিছু মন্ত্রণালয় ও আর্থিক গ্রুপের কাছ থেকে এনেছে। নিউইয়র্ক টাইমসসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গণতন্ত্র তহবিল সিআইএর পৃষ্ঠপোষকতা করে। এ তহবিলের পরিচালকমন্ডলীর বেশির ভাগ সদস্য সিআইএ'র কর্মকর্তা। ২০০২ সালে ভেনিজুয়েলায় অভ্যুত্থাপন ঘটানোর আগে অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের জাতীয় গণতন্ত্র তহবিলের অর্থ বহু গুণ বেড়ে গেছে। রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারস তার অর্থের উত্স গোপন রাখে।

    ভিভাস বলেন, তার এই বই লেখার লক্ষ্য হলো এই বই পড়ে যাতে মনে দেখা দেয়। তিনি বলেন, (৪)

    প্রশ্নটি হলো রিপোর্টার্স উইদাউর্ট বর্ডারস কি একটি মানবাঠিকার সংগঠন নাকি সিআইএ ও পেন্ট্যাগনের যুদ্ধবাজ নীতির প্রচারণা মাধ্যম।