চীনের জলসেচ উপ মন্ত্রী ছাও ইয়ং ২ জুলাই পেইচিংয়ে বলেছেন, সিছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকা যাতে নিরাপদে বন্যার কবল থেকে মুক্তি পায় সে জন্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জলসেচ প্রকল্পের সংস্কার কাজ পুরোদম্যে চলছে এবং ভূমিকম্প হ্রদ থেকে সৃষ্ট বিপদ দূর করা হচ্ছে। তিনি বলেন, বতর্মানে সিছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকায় বর্ষা মৌসুম চলছে ।অনুমান করা হচ্ছে, চলতি বছরের বর্ষায় সিছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকার বৃষ্টিপাত গত কয়েক বছরের চাইতে ২০ থেমে ৫০ শতাংশ বেশী হবে । বৃষ্টিপাত একটানা কোন একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয়ভূত থাকলে বন্যা দেখা দেবে।
ছাও ইয়ং বণর্না করেন, বর্ষার আগে ভূমিকম্প দুর্গত এলাকায় বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে জলাধারগুলোর সংস্কার করা হয়েছে। যে সব জলাধার ও বিদ্যুত উত্পাদন কেন্দ্রের বন্যা প্রতিরোধের শক্তি দুবর্ল হয়ে গেছে সেগুলোর পানি কমিয়ে দেয়া হয়েছে বা খালি করে দেয়া হয়েছে । ভূমিকম্প হ্রদে বাঁধা দূর করার প্রকল্প প্রায় শেষ হয়েছে। এছাড়া , বন্যা মোকাবেলার জন্য ভূমিকম্প দুগর্ত এলাকা আবহাওয়া, বন্যা পযর্বেক্ষণ ও পূর্বাভাস সহ বিভিন্ন কাজও বিশেষভাবে জোরদার হয়েছে।
|