এ বছর চীনে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নির্গমন কমানোর কাজ আরো জোরদার হবে । ১ জুলাই পেইচিংয়ে রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন ।
অধিবেশনে বলা হয় , চীনে যে সব শিল্প প্রতিষ্ঠান বেশি জ্বালানী ব্যবহার করে এবং অধিক বর্জ্য পদার্থ নির্গমন করে , সেগুলোর উত্পাদন এখনও অধিক দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে । এ বছরের জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা সম্পন্ন করার জন্য সে সব শিল্প প্রতিষ্ঠানকে বাতিল করে দেয়া দরকার । এর সঙ্গে সঙ্গে জ্বালানী সাশ্রয়ী ও বর্জ্য পদার্থ নির্গমন কম এমন শিল্প প্রতিষ্ঠান বিকশিত করতে হবে এবং উন্নত মানের প্রযুক্তি কাজে লাগাতে হবে ।
পরিকল্পনা অনুযায়ী ২০০৫ সালের তুলনায় ২০১০ সালের শেষ নাগাদ চীনের জ্বালানী ব্যবহারের পরিমাণ ২০ শতাংশ হ্রাস পাবে । প্রধান বর্জ্য পদার্থ নির্গমনের পরিমাণ ১০ শতাংশ কমে যাবে । (থান ইয়াও খাং)
|