২ জুলাই জেরুজালেম শহরের কেন্দ্রে একটি হামলার ঘটনা ঘটেছে। একজন ফিলিস্তিনী পুরুষ ট্রাক্টর চালিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগিয়ে দিলে ৩০ জানেরও বেশি লোক হতাহত হয়।
জেরুজালেমের পুলিশ স্টেশনের পরিচালক আহারোন ফ্রাঙ্কো এদিন তথ্যমাধ্যমকে বলেন, একজন সন্ত্রাসীর এ শহরের কেন্দ্রে ট্রাক্টর চালিয়ে পথচারী এবং বাসের ওপর ধাক্কা দেয়ার ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। হামলার ঘটনার আগে পুলিশ সতর্ক হওয়ার মতো কোনো সূত্র পায়নি।
উদ্ধার বিভাগ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত হামলাকরীসহ কমপক্ষে ৩ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে। হামলার পর জেরুজালেমে জরুরী অবস্থা জারি করা হয়।
জানা গেছে, হামলাকারী ছিলো পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনী অধিবাসী। হামলার পর সে ইসরাইলী পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। (লিলি)
|