সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, যুক্ত রাষ্টের হোইয়াট হাউস ১ জুলাই এক বিবৃতিতে বলেছে, যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ৫ থেকে ৬ আগষ্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়া সফর করবেন।
এর আগে জাপানে অনুষ্ঠেয় জি-৮ শীর্ষ সম্মেলনের সময় প্রেসিডেন্ট বুশ দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্ট লি মিউং বাকের সংগে বৈঠক করবেন। সেখানে দু'পক্ষ বুশের দক্ষিণ কোরিয়া সফর নিয়ে আলোচনা করবে।
জানা গেছে, বুশ আগেই বলেছিলেন যে, তার কার্যমেয়াদ শেষ হওয়ার আগে দক্ষিণ কোরিয়া সফর করবেন। তথ্য মাধ্যমগুলো ধারণা করছিল, জাপানে জি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বুশ সম্ভবত দক্ষিণ কোরিয়া সফর করবেন। কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরকার আবারো যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানি করার সিদ্ধান্ত নেওয়ায় দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে গুরুতর প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সে জন্য বুশ বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়া সফর পিছিয়ে দেন।(শিয়ে নান)
|