
চতুর্থ পেইচিং আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র সপ্তাহ ২৮ জুন শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ১৫টি দেশের ৪৫টি শ্রেষ্ঠ ক্রীড়া চলচ্চিত্র পেইচিংয়ের দশটি সিনেমা হলে ২০০ বারের মতো দেখানো হবে।
এবারের চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধনী ছবিটি ছিল চীনের তৈরি অলিম্পিক প্রামান্য চলচ্চিত্র 'স্বপ্ন নির্মাণ ২০০৮'। এ ছাড়া যুক্তরাষ্ট্র, বৃটেন ও জার্মানীসহ নানা দেশের বিভিন্ন সময়ের ২২টি ক্রীড়া সম্পর্কিত চলচ্চিত্রও প্রদর্শীত হবে।
পেইচিং আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র সপ্তাহ ২০০৫ সাল থেকে শুরু হয়। পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। (ইয়ু কুয়াং ইউয়ে)
|