বিশ্বব্যাপী সমস্যা সমাধানে চীনের আরো অংশগ্রহণের খুবই প্রয়োজন । জাতিসংঘের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় চীনকে আরো বেশি অংশ নিতে হবে । ১ জুলাই পেইচিংয়ে চীনের কূটনীতিবিদ ইনস্টিটিউটে বক্তৃতা দেয়ার সময় জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ কথা বলেছেন ।
তিনি বলেন , চীনে দরিদ্র জনসংখ্যা বিপুল পরিমাণে হ্রাস পাচ্ছে । এটা বিশ্বের দারিদ্র্য বিমোচনের জন্য ব্যাপক অবদান রেখেছে । চীন অন্য দেশকে সাহায্য করার সঙ্গে সঙ্গে নিজের বিকাশও এগিয়ে গেছে । চীন আফ্রিকার অবকাঠামো ব্যবস্থা , শিক্ষার মান এবং চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার মান উন্নত করার ব্যাপারে বড় অবদান রেখেছে । (থান ইয়াও খাং)
|