চীনের মহাকাশ উড্ডয়ন বিজ্ঞান ও প্রযুক্তি গ্রুপ কম্পানির শেনচৌ-৭ নভোখেয়াযানের উড্ডয়ন পরীক্ষা গবেষণা ও নির্মাণ কর্মীরা ১ জুলাই পেইচিং মহাকাশ নগরীতে শপথ গ্রহণ করেছেন। কয়েক দিন পর তারা চীনের চিউ ছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্রে গিয়ে শেনচৌ-৭ উত্ক্ষেপনের প্রস্ততিমূলক কাজ শুরু করবে।
এর আগে চীনের মানুষবাহী মহাকাশ প্রকল্প অফিস ঘোষণা করে যে, শেনচৌ-৭ মানুষবাহী নভোখেয়াযানটি এ বছরের অক্টোবর মাসে উত্ক্ষেপন করা হবে। খেয়াযানটির একজন নভোচারী মহাশূণ্যে হাঁটবেন এবং সংশ্লিষটে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ করবেন।–খোং
|