সামুদ্রিক টহল ৩১ নামের চীনের সর্বাধুনিক সামুদ্রিক টহল জাহাজ পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের সমুদ্রে টহল দিচ্ছে। জাহাজটি থেকে পূর্ব সাগরের ছুন সিয়াও তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র তদারকি করা হবে ।
জানা গেছে , পাঁচ দিনব্যাপী নৌ ও বিমান টহল অভিযান চালানোর জন্য চীনের সামুদ্রিক বিভাগ সামুদ্রিক টহল ৩১ সহ বেশ কয়েকটি টহল জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠিয়েছে । এ সব টহল জাহাজ চে চিয়াং প্রদেশের বেশ কয়েকটি উপকূলীয় বন্দর ও নৌ পথসহ সামুদ্রিক দুর্ঘটনাপ্রবণ অঞ্চল , জাহাজ ঘাট এলাকা এবং ছুন সিয়াও নামে তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র তদারকি করবে ।
আন্তর্জাতিক চুক্তি মেনে চলা , দেশের সার্বভৌমত্ব রক্ষা করা , সামুদ্রিক যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজের দূষণ রোধ করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ এবারের সামুদ্রিক টহলের উদ্যোগ নিয়েছে । (থান ইয়াও খাং)
|