চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও ১ জুলাই পেইচিংএ বলেছেন, বতর্মানে কোরীয় উপ-দ্বীপের পরমাণু কর্মসূচী সম্পর্কিত ছ'পক্ষীয় বৈঠকের আবার সামনের দিকে এগিয়ে যাওয়ায় ভালো সুযোগ তৈরি হয়েছে। চীন ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী বিভিন্ন পক্ষের প্রতিনিধি দলের নেতৃ সম্মেলন সহ নানা বিষয়ে অন্যান্য পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে। তিনি বলেন, ছ'পক্ষীয় বৈঠক ও কোরীয় উপ-দ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চীন সংশ্লিষ্ট পক্ষের গঠনমূলক প্রয়াসের প্রশংসা করেছে।
লিও জিয়েন চাও বলেন, চীন আশা করেন, সংশ্লিষ্ট পক্ষের উচিত, ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী প্রতিনিধি দলের নেতৃ সম্মেলনকে সামনে রেখে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা , যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় পর্যায়ের অবশিষ্ট সংশ্লিষ্ট কার্যক্রম সার্বিক ও সমানভাবে কার্যকর করা এবং ছ'পক্ষীয় বৈঠকে নতুন পর্যায়ে উন্নীত করার প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালনের
|