১ জুলাই উত্তর কোরিয়ার "রোদং সিনমুন " পত্রিতায় প্রকাশিত এক ভাষ্যে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি সংলাপের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান করতে চায় তাহলে দার উত্তর কোরিয়ার প্রতি উস্কানিমূলক সামরিক মহড়া বন্ধ করা উচিত। ভাষ্যটিতে আরো বলা হয়, দু'দেশের মধ্যে পারষ্পরিক আস্থা ও সংলাপের পরিবেশ সুনিশ্চিত করার জন্য বতর্মানে বিশেষভাবে চেষ্টা চালাতে হবে। কিন্তু উত্তর কোরিয়াকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া সংলাপের পরিবেশ নষ্ট করবে এবং কোরীয় উপ-দ্বীপের পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাবে।
ভাষ্যটিতে জোর দিয়ে বলা হয়, সংলাপের পাশাপাশি সামরিক মহড়া চালানো একেবারে ঠিক নয়।যদি যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে উত্তর কোরিয়াকে বলপ্রয়োগের হুঁমকি দিতে চায় তাহলে কোরীয় উপ-দ্বীপে যুদ্ধের বিপদ দূর হবে না এবং শান্তিও অনিশ্চিত থাকবে।
|