৩০ জুন মার্কিন স্থলবাহিনীর রণকৌশল গবেষণালয়ের একটি রিপোর্টে বলা হয়, ইরাক যুদ্ধের প্রাথমিক সময়পর্বে মার্কিন বাহিনী টানা ভুল করেছে। ইরাকের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা যথেষ্ট সৈন্য নিয়োগ করে নি। মার্কিন বাহিনী এবারই প্রথম বারের মতো ইরাক যুদ্ধে নীতি প্রণয়নের ক্ষেত্রে নিজেদের ভুল স্বীকার করলো।
রিপোর্টে আরো বলা হয়, ইরাক যুদ্ধ শুরু করার পর মার্কিন বাহিনী আবিষ্কার করে যে, বাস্তবতা তাদের কল্পনার চেয়ে অনেক ভিন্ন। মার্কিন বাহিনী মনে করে, সাদ্দাম প্রশাসন ভেঙ্গে দেয়ার পর ইরাকে নিয়মতান্ত্রিক সরকার চলবে এবং ইরাকে যুক্তরাষ্ট্র-বিরোধী ব্যাপক সশস্ত্র তত্পরতা হবে না। কিন্তু তখনকার বাস্তবতা ছিলো: ইরাকে মার্কিন বাহিনী এবং যৌথ বাহিনী ব্যাপক লুটপাট ঠেকাতে পারেনি এবং ইরাকের সীমান্ত সুরক্ষা করতে পারেনি। একনকি ইরাকের সশস্ত্র বাহিনীর রেখে যাওয়া ব্যাপক অস্ত্রশস্ত্র ঠিকমতো সামাল দিতে ব্যর্থ হয়েছে।
জানা গেছে, ২০০৩ সালের মে মাস থেকে আগষ্ট মাস পর্যন্ত মার্কিন বাহিনী সবচেয়ে গুরুতর ভুলগুলো করেছে। ভুল নীতিগুলোর মধ্যে রয়েছে, ইরাকের বাহিনী ভেঙ্গে দেওয়া, সাদ্দামের নেতৃত্বাধীন আরব বাথ পার্টির সদস্যাদেরকে আগেকার দায়িত্ব পালন নিষিদ্ধ করা এবং ইরাকে যৌথ বাহিনীর সদর দফতর পরিবর্তন করা। (লিলি)
|