৩০ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় বিভাগের প্রধান চীনে জাপানী দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ তিও ইয়ু দ্বীপপুঞ্জে জাপানী হেলিকপ্টার অনুপ্রবেশের ঘটনার অসন্তোষ প্রকাশ করেছেন।
এশীয় বিভাগের প্রধান জোর দিয়ে বলেন, তিও ইয়ু দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকে চীনের ভূ-খন্ড। তিও ইয়ু দ্বীপপুঞ্জের ওপর চীনের সার্বভৌমত্ব প্রস্নতীত। এ ধরণের ঘটনার পুনরাপৃত্তি এড়ানোর জন্য চীন জাপানকে চীনের সার্বভৌমত্ব লংঘনের তত্পরতা বন্ধ করার অনুরোধ জানিয়েছে। --ওয়াং হাইমান
|