চীনের প্রধান হিসানিরীক্ষক লিও জিয়া ই ৩০ জুন হিসাবনিরীক্ষা বিভাগ আয়োজিত এক কর্ম সম্মেলনে বলেছেন, ভূমিকম্প ত্রাণ ও দুর্যোগ পরবর্তী পুনর্গঠন কাজে পাওয়া সাহায্যের অর্থ ও সামগ্রীর হিসাবনীরিক্ষা পরর্বতী কয়েক বছরের জন্য অত্যতম প্রধান কাজ। তিনি বলেন, হিসাবনীরিক্ষা বিভাগ দুর্গতদের পুনবার্সন বিশেষ করে দুর্যোগ পরবর্তী পুনর্গঠনে দান করা অর্থ ও সামগ্রীর ব্যবস্থাপনা , ভাগাভাগি , ব্যবহার ও কার্যকারিতার ওপর বিশেষভাবে মনোযোগ দেবে। তিনি বলেন, হিসাবনীরিক্ষা বিভাগ নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আইন লঙ্ঘনের ঘটনা কঠোরভাবে মোকাবেলা করবে।
উল্লেখ্য , বতর্মানে চীনের হিসাবনিরীক্ষা বিভাগের প্রায় দশ হাজার নিরীক্ষক ভূমিকম্প ত্রাণে দান করা অর্থ ও সামগ্রীর নিরীক্ষার কাজে নিয়োজিত রয়েছে। এ সব অথ ও সামগ্রীর ব্যবহারে আইন লঙ্ঘনের কোন বড় ঘটনা ধরা পড়ে নি।
|