চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ৩০ জুন পেইচিংয়ে বলেছেন, চলতি বছরের অক্টোবর মাসে পেইচিংয়ে অনুষ্ঠেয় এশিয়া-ইউরোপ সপ্তম শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে গভীর সংলাপ হবে এবং বিভিন্ন ক্ষেত্রে এশিয়া এবং ইউরোপের সমতাভিত্তিক সংলাপ ও পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা গভীরতর করা হবে।
ইয়াং চিয়ে ছি এশিয়া ও ইউরোপের সপ্তম শীর্ষ সম্মেলনের ওয়েব-সাইট উদ্বোধন ও সম্মেলনের প্রতীক প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন। তিনি বলেন, দশ বছরেরও বেশি সময়ের উন্নয়নের মাধ্যমে এশিয়া-ইউরোপ সম্মেলন এশিয়া ও ইউরোপ দুই মহাদেশের সংলাপ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ প্লাটফর্মে পরিণত হয়েছে। এটি এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে কেবল যোগাযোগ বাড়িয়েছে, তা নয়, বরং দু'অঞ্চলের বেসরকারী পর্যাযের বিনিময়ও ত্বরান্বিত করেছে।
এশিয়া-ইউরোপ সপ্তম শীর্ষ সম্মেলন ২৪ থেকে ২৫ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রতিপাদ্য হলো "সংলাপ ও সহযোগিতা এবং পারস্পরিক কল্যান"। এশিয়া-ইউরোপ সম্মেলনের ৪৫টি সদস্য দেশের নেতারা এবারের সম্মেলনে অংশ নেবেন। (লিলি)
|