v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-30 18:52:26    
চীন উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করবে

cri
     চীন সরকার উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করাকে বরাবরই গুরুত্ব দেয় । ২০০০ সাল থেকে চীনের তথ্য মাধ্যমগুলোর সাংবাদিকরা প্রতি বছরই উত্পাদনের নিরাপত্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও রির্পোট প্রকাশের জন্য বিভিন্ন স্থানের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে যান । এ বছরের ১২ই জুন থেকে সাংবাদিকরা হুনান , কুইচৌ ও ইউনান প্রদেশে গিয়েছেন ।

    চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরো হলো দেশের উত্পাদনের নিরাপত্তা তত্ত্বাবধানকারী সংস্থা । এ সংস্থার উপপ্রধান ইয়াং ইউয়েন ইউয়েন বলেন , বর্তমানে চীনের উত্পাদনের নিরাপত্তার মান উন্নতির দিকে , তবে পরিস্থিতিএখনও কঠিন । এর কারণ সম্পর্কে ইয়াং ইউয়েন ইউয়েন বলেন , উত্পাদনের নিরাপত্তার প্রধান দুটি কারণ হলো অর্থনীতির দ্রুত উন্নয়নের পরিপ্রেক্ষিতে উত্পাদনে যান্ত্রিকীকরনের মান নীচু এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিবিদের সংখ্যা কম । এ সমস্যা সমাধান এবং উত্পাদন ও নিরাপত্তার সমন্বয় করার জন্য চীনের বিভিন্ন স্তরের সরকার অনেক ব্যবস্থা নিয়েছে এবং কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করেছে ।

    এ বছর অনেক সাংবাদিক হু নান প্রদেশে গিয়েছেন । হুনান প্রদেশে অনেক পটকা তৈরীর কারখানা আছে । ঐতিহ্যিক পটকা কারখানা পরিবার ভিত্তিক ছোট ছোট কারখানা । এ গুলোর নিরাপত্তার অবস্থা উদ্বেগজনক । এ প্রদেশের নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরোর প্রধান সিয়ে কুয়াং সিয়ান বলেন , আমরা মনে করি পটকা কারখানার নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য পরিবার ভিত্তিক ছোট কারখানার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে । এখন পটকা কারখানার ওয়ার্কশপ সরকারের মানদন্ড অনুসারে নির্মিত হয় , কারখানায় বিস্ফোরক পদার্থের সরবরাহে কড়াকড়ি বজায় রাখা হয় । পটকা উত্পাদনের গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রনও তদারকির মধ্যে অধীনে রাখা হয়। নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ফলে হু নান প্রদেশের পটকা কারখানাগুলোর বিস্ফোরণের ঘটনা অনেক কমেছে ।

    অনেক স্থান নিজ প্রদেশের বাস্তব অবস্থা বিবেচনা করে উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করার অনেক ব্যবস্থা নিয়েছে । চীনের কুই চৌ প্রদেশে অনেক ক্ষুদ্র কয়লা খনি আছে । ছোট কয়লা খনির নিরাপত্তা ব্যবস্থা খারাপ , সে সব কয়লা খনি বন্ধ করা বা একত্র করার ব্যবস্থা নেয়া হয়েছে । যে সব কয়লা খনির উত্পাদন ঠিকমতো চলছে , তবে প্রযুক্তিবিদ কম বা ব্যবস্থাপনার শক্তি দুর্বল , সেগুলোর জন্য সংশ্লিষ্ট বিভাগ বড় কয়লা খনিগুলোকে সাহায্য করার নির্দেশ দিয়েছে । এই নীতি কার্যকরী করার ফলে রাষ্ট্রায়ত্ত বড় কয়লা খনি প্রযুক্তি ও পরিচালনা ব্যবস্থাসহ নানা দিক থেকে ছোট কয়লা খনিকে সাহায্য দিয়েছে । এতে ছোট কয়লা খনিগুলোর অনেক বাস্তব সমস্যার সমাধান হয়েছে এবং দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে । কুই চৌ প্রদেশের নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরোর প্রধান ইয়ে উয়েন পান বলেন , ছোট কয়লা খনিকে বড় কয়লা খনির সাহায্য করার উপায় খুব কার্যকর ব্যবস্থা । এ ব্যবস্থার কল্যানে কুই চৌ প্রদেশের অনেক ছোট কয়লা খনির দুর্ঘটনা অনেক কমেছে , সেই সব কয়লা খনির নিরাপদ উত্পাদন নিশ্চিত হয়েছে এবং বড় কয়লা খনির পরিচালনা পদ্ধতি ছোট খনিতেও ব্যবহারের চেষ্টা হচ্ছে ।

    চীনের নিরাপদ উত্পাদন নিশ্চিত না হওয়ার আরেকটি কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা সচেতনতার অভাব । পরবর্তীকালে কৃষক শ্রমিক ও ছাত্রছাত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। চীনের জাতীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান ব্যুরোর প্রচার কেন্দ্রের প্রধান চিং লেই বলেন , এখন শ্রমিকদের মধ্যে অনেকেই কৃষক শ্রমিক । তাদেরকে নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া একান্ত প্রয়োজন । তা ছাড়া মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা শিক্ষা দেওয়াও গুরুত্বপূর্ণ । যাতে তাদের দুর্যোগে নিজেকে রক্ষা করা ও অন্যকে বাঁচানোর সামর্থ্য বাড়ে ।