৩০ জুন চীন আনুষ্ঠানিকভাবে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় প্রাদেশিক পর্যায়ের পরিকল্পনার কাজ শুরু করেছে।
এর লক্ষ্য হলো জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় প্রাদেশিক পর্যায়ের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে চীনের বিভিন্ন প্রদেশ, অঞ্চল ও শহরকে সাহায্য করা, সংশ্লিষ্ট আঞ্চলিক সংস্থাগুলোকে পূর্ণাঙ্গ করে তোলা এবং জলবায়ুর পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে প্রাদেশিক সরকারের ক্ষমতা বাড়ানো। এই পরিকল্পনা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী, নরওয়ে সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সমর্থন পেয়েছে।
জানা গেছে, চীন ইতোমধ্যেই জলবায়ুর পরিবর্তন মোকাবেলা বিষয়ক জাতীয় পরিকল্পনা প্রণয়ন করেছে। চীন সরকার আশা করে, প্রাদেশিক পরিকল্পা প্রণয়নের মাধ্যমে জলবায়ুর পরিবর্তন মোকাবেলার কাজ আরো ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে। (লিলি)
|