শ্রীলংকার সামরিক পক্ষ ২৯ জুন বলেছে, সরকারী বাহিনী কয়েক দিন ধরে লড়াই করার পর এ দিন বিকালে উত্তরাংশের মানার অঞ্চলের প্রায় ১২০ কিলোমিটার ভূমি দখলমুক্ত করেছে। সরকার বিরোধী সশস্ত্র এলটিটিই দীর্ঘকাল ধরে এ অঞ্চল দখল করে রেখেছিল।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'ধানের ভান্ডার' হিসেবে পরিচিত এ অঞ্চল হচ্ছে ধান উত্পাদনের জন্য শ্রীলংকার সবচেয়ে উর্বর অঞ্চল। এখানে ১০০টিরও বেশি হ্রদ আছে, যে গুলো থেকে ক্ষেতে সেচ দেওয়া যায়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারী বাহিনী এ অঞ্চল ও আশেপাশের অঞ্চলকে দখল করে নেওয়ায় এলটিটিই'র পশ্চাদ সরবরাহের সামর্থ্য কমে গেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|