" বিশ্ব তৃণভূমি সম্মেলন ২০০৮" ২৯ জুন চীনের উত্তরাঞ্চলের অন্তর্মঙ্গোলীয়ার রাজধানী হুহোহাওট শহরে শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হল " পরিবর্তিত বিশ্ব তৃণভূমির বহুমুখী ব্যবহার"
চীনের উপ প্রধান মন্ত্রী হুয়ে লিয়ান ইউয়ু সম্মেলনে অভিনন্দন বানী পাঠিয়েছেন। অভিনন্দন বাণীতে তিনি বলেন, চীন বিশ্বের আধুনিক তৃণভূমির ব্যবস্থাপনা ও প্রযু্ক্তি থেকে শিক্ষা গ্রহণ করে চীনের তৃণভূমির অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন করবে এবং তৃণভূমির পশুপালন শিল্পের উত্পাদন ও পশুপালকদের জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তনকে গতিশীল করবে। এর পাশাপাশি চীনের উচিত উত্পাদন ও জীবনযাত্রার উন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সভ্যতার উন্নয়নের পথে অবিচল থেকে তৃণভূমির টেকসই উন্নয়নের সামর্থ্য বাড়ানো।
৭০টিরও বেশী দেশ ও অঞ্চলের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তারা চীনের পশ্চিমাঞ্চলের তৃণভূমির সংস্কার ও মুনাফা , বিশ্বের নাতিশীতোষ্ণ মন্ডলীয় তৃণভূমির সংরক্ষণ ও কৃষক ও পশুপালকদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ বিষয় নিয়ে আলোচনা করেছেন।
|