চীনের প্রকৌশল একাডেমী ও যুক্তরাষ্ট্রের জাতীয় প্রকৌশল একাডেমী ২৫ জুন পেইচিংয়ে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় জোরদার করা এ স্মারকের লক্ষ্য।
চীনের প্রকৌশল একাডেমীর উপাচার্য স্যু খুয়ান ডি এবং একাডেমীর আমন্ত্রণে নবম একাডেমিশিয়ান সম্মেলনে যোগ দানকারী জাতীয় প্রকৌশল একাডেমীর উপাচার্য চার্লস এম ভেস্ট এ স্মারক স্বাক্ষর করেন।
স্মারক অনুযায়ী, দু'পক্ষ প্রকৌশল , বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা আরো ত্বরান্বিত করবে।(লিলু)
|