৩০ জুন আফ্রিকান ইউনিয়নের দু'দিনব্যাপী একাদশ শীর্ষ সম্মেলন মিসরে শারম আল শেইখে শুরু হয়েছে। আফ্রিকান ইউনিয়নের ৫৩টি সদস্য দেশের নেতা ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হল পানি ও স্বাস্থ্য খাতে স্রাব্দের সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সমস্যা। অংশগ্রহণকারীরা আফ্রিকার পানি সম্পদ, স্বাস্থ্য সমস্যা, খাদ্যশাস্য সংকট, আফ্রিকার একীকরণের প্রক্রিয়া ও জিম্বাবুয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
ছাই ইউয়ে
|