মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবুল গেইট ২৮ জুন সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা এক সঙ্গে শান্তি ও ভালবাসা উতযাপনের সুযোগ পাবেন। সারম এল-সেইকে অনুষ্ঠিত আফ্রিকা লীগের কার্যনির্বাহী পরিষদের ১৩তম স্থায়ী অধিবেশনে অংশ গ্রহণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, শান্তি ও ভালবাসা অলিম্পিক চেতনার সঙ্গে মিলে । চীন একটি মহান দেশ। পেইচিং ২০০৮ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে বলে মিসর খুব আনন্দিত । বিশ্ব ও চীনের জন্য এ ঘটনা অত্যন্ত তাত্পর্যসম্পন্ন।
পশ্চিমা দেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা ও প্রচার মাধ্যম অলিম্পিক গেমসকে রাজনীতির সঙ্গে জড়িত করার ব্যাপারে তিনি বলেন, মিসর মনে করে ক্রীড়া বিশেষ করে অলিম্পিক গেমসকে রাজনীতির সঙ্গে জড়িত করা একেবারে ঠিক না।
|