সিনহুওয়া বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, চীনের চিওছুয়া উপগ্রহ উতক্ষেপন কেন্দ্রের মহা পরিচালাক, মানববাহী নভোযান উতক্ষেপন কেন্দ্রের প্রধান পরিচালক জেন ইউয়ু লিন ২৮ জুন গানসুর চিওছুয়া-এ বলেছেন, চীনের সেনযৌ ৭ মানববাহী নভোযান উতক্ষেপনের কাজ পুরোদম্যে চলছে। তিনি বলেন, বতর্মানে সেনযৌ ৭ নভোযানের নির্মান কাজ সম্পন্ন হয়েছে । নভোচারীর মহাকাশ পদচারণার সঙ্গে সংশ্লিষ্ট স্থল পরীক্ষা কাজ চালানো হয়েছে। অন্যান্য প্রস্তুতি কাজও সুষ্ঠুভাবে চলছে।
চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয়ের তথ্য মুখপাত্র এর আগে জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের কোন সময় সেনযৌ ৭ নভোযান উতক্ষেপন করা হবে। তিন জন নভোচারী মিশন করবেন। মিশন কার্যকর করার সময় দু'জন নভোচারী নভোযানের কক্ষপথ ঘরে প্রবেশ করবেন । একজন নভোচারী মহাকাশে পদচারণা করবেন।
|