দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সময় ২৭ জুন বিকাল ৪টায় উত্তর কোরিয়া পিয়ং ইয়ং এর প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়োংবিয়োন পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে কুলিং টাওয়ারে বিস্ফোরন ঘটিয়েছে।
কুলিং টাওয়ার হচ্ছে ইয়োংবিয়োন পারমাণবিক স্থাপনার ৫ মেগাওয়াট পারমাণবিক চুল্লির একটি গুরুত্বপূর্ণ অংশ। গত বছরের নভেম্বর মাসে ছ'পক্ষীয় বৈঠকে গৃহীত 'অভিন্ন বিবৃতি কার্যকর সংক্রান্ত দ্বিতীয় দফা কর্মসূচী' অনুসারে উত্তর কোরিয়া ইয়োংবিয়োন পারমাণবিক স্থাপনা অকেজোকরণ কাজ শুরু করে। তখন থেকে অস্ত্র উত্পাদনে ব্যবহৃত ৫ মেগাওয়াট পারমাণবিক চুল্লি বন্ধ রাখা হয়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|