v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-27 19:34:55    
পেইচিং অলিম্পিক গেমসের শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে চীনের কেন্দ্রীয় কমিটির অধিবেশন

cri

    চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো পেইচিং অলিম্পিক গেমসের শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কর্মকান্ড সুবিন্যস্ত করার জন্য ২৭ জুন পেইচিংয়ে একটি অধিবেশন আয়োজন করে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও অধিবেশন সভাপতিত্ব করেন।

    অধিবেশনে জোর দিয়ে বলা হয়, পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধন হতে আর মাত্র এক মাসের একটু বেশি সময় বাকি রয়েছে। এর প্রস্তুতিমূলক কাজ শেষ মুহুর্তের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। চীনের কমিউনিস্ট পার্টি ও বিভিন্ন স্তরের সরকার আরো গভীর ও পুঙ্খানুপুঙ্খভাবে পেইচিং অলিম্পিক গেমসের নানা প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাবে। চীনের লক্ষ্য হচ্ছে একটি বৈশিষ্ট্যপূর্ণ ও উঁচু মানের অলিম্পিক গেমস আয়োজন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চীনের দেয়া দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর করার লক্ষ্যে সর্বাত্মক আন্তরিকতা ও প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠুভাবে পেইচিং অলিম্পিক গেমস আয়োজন করা, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন দেশের খেলোয়াড়রা এবং জনসাধারণ সবাই সন্তুষ্ট হয়।

    অধিবেশনে আরো বলা হয়, বিশেষ করে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ ভালোভাবে করতে হবে। অলিম্পিক গেমসের নিরাপত্তা কাজ সাধ্য মতো জোরদার করতে হবে। নিরাপত্তা রক্ষা ক্ষেত্রে সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতা করা হবে। নিরাপদ অলিম্পিক গেমসের লক্ষ্য বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো হবে। প্রচলিত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিদেশী সংবাদদাতাদেরকে পেইচিং অলিম্পিক গেমসে খবর সংগ্রহ ও সাক্ষাত্কার নেয়ার সুযোগ সুবিধা দেয়া হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)