তিব্বতের পর্যটন আনুষ্ঠানিকভাবে সারা বিশ্বের জন্য পুনরায় খুলে দেয়ার পর প্রথম মার্কিনী পর্যটক দল ২৬ জুন সন্ধ্যায় লাসায় পৌঁছেছে। ২৭ জুন এ দলের সদস্যরা লাসার বিখ্যাত মন্দির ও পুরনো অঞ্চলের বা কুও সড়কসহ বিভিন্ন বিখ্যাত স্থানে ভ্রমণ করেছেন।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরো চেয়ে বেশি। ২৮ জুন তারা লাসা শহরের বিখ্যাত পর্যটন স্থান---পোতালা ভবন দেখবেন। ২৯ জুন তারা তিব্বত ত্যাগ করে ইয়াংসি নদীর তিন গিরিখাতে যাবেন।
২৫ জুন থেকে তিব্বতের পর্যটন আনুষ্ঠানিকভাবে সারা বিশ্বের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। এদিন থেকে বিভিন্ন পর্যটন সংস্থা বিদেশী পর্যটকদেরকে স্বাগত জানাতে শুরু করেছে।(লিলু)
|