জাপানের কিয়োটোয় অনুষ্ঠিত জি-৮ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আফগান সমস্যা সংক্রান্ত যুক্ত বিবৃতিতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে সাহায্য জোরদার করার কথা ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জি-৮ আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রকে আফগানিস্তানের স্থিতিশীলতা রক্ষার জন্য ইতিবাচক অবদান রাখার আহ্বান জানিয়েছে। এতে বিশেষ করে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের মাধ্যমে অব্যাহত সহযোগিতার কথা বলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, দু'দেশের সীমান্ত অঞ্চলে সাহায্য জোরদার করার জন্য জি-৮'র সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে, যাতে আফগানিস্তানের জাতিসংঘ সাহায্য দলকে সমর্থন করা যায়।
বিবৃতিতে জি-৮ আবারো প্রতিশ্রুতি দিয়েছে যে, আফগানিস্তান স্থিতিশীলতা বাস্তবায়ন ও পুনর্গঠনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।(লিলু)
|