সম্প্রতি চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ও পাকিস্তানের মাদক দমন বিভাগ পারস্পরিক বিনিময়ের মাধ্যমে "গোল্ডেন ক্রিসেন্ট" অঞ্চলের মাদক চোরাচালান দমন যৌথ কর্ম কাঠামো প্রতিষ্ঠা করেছে। গোল্ডেন ক্রিসেন্ট অঞ্চলের মাদক চোরাচালানের অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই এর লক্ষ্য।
বিনিময় ও পরামর্শের মাধ্যমে দু'পক্ষ যার যার মাদকদ্রব্য উদ্ধারের তথ্য লিখিতভাবে অন্যিপক্ষকে অবহিত করার ব্যাপারে একমত হয়েছে। যৌথ উদ্ধারের ক্ষেত্রে দু'পক্ষ টেলিফোন যোগাযোগের কর্ম ব্যবস্থা গড়ে তুলেছে।
গোল্ডেন ক্রিসেন্ট আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্ত অঞ্চলে অবস্থিত। বর্তমানে চীনে আসা মাদক উত্পাদনের বৃহত্তম স্থানে পরিণত হয়েছে গোল্ডেন ক্রিসেন্ট অঞ্চল।(লিলু)
|