চীনের সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে জানা গেছে , বৃহস্পতিবার নিউইয়র্ক ও লন্ডনের বাজারে তেল মূ্ল্য উভয়ই ব্যাপক মাত্রায় বেড়ে ব্যারেল প্রতি ১৪০ মার্কিন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।
ওপেকের পালাক্রমিক চেয়ারম্যান ও আলজেরিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী শাকিব খেলিল ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছেন , এ বছরের গ্রীষ্মকালে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য সম্ভবত ব্যারেল প্রতি ১৫০ থেকে ১৭০ মার্কিন ডলারে উন্নীত হতে পারে । প্রধানত তাঁর এ বক্তব্যের কারণে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের মূ্ল্য বেড়ে গেছে । একই সময় লিবিয়ার জাতীয় তেল কোম্পনি বৃহস্পতিবার বলেছে , বাজারে অতিরিক্ত মাত্রায় তেল সরবরাহ থাকায় সে তার অশোধিত তেলের উত্পাদন কমাতে পারে । তাছাড়া ইউরোসহ প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হারের নিম্ন গতিও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে ।
|