v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-27 09:56:46    
পেইচিং অলিম্পিক গেমসের পরীক্ষামূলক প্রতিযোগিতায় বিশ্বের কাছে নিজের মান দেখায়

cri

সম্প্রতি ভাগ্যবান পেইচিং শীর্ষক ট্র্যাক এন্ড ফিল্ড চীন ওপেন ২০০৮ চীনের জাতীয় স্টেডিয়াম পাখির বাসায় অনুষ্ঠিত হয়েছে। পাখির বাসা হবে পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম। পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান এবং ট্র্যাক এন্ড ফিল্ড প্রতিযোগিতা এ স্টেডিয়ামেই আয়োজিত হবে। এবারের ট্র্যাক

এন্ড ফিল্ড চীন ওপেন হল পাখির বাসা স্টেডিয়ামটি প্রথম বারের মত খোলা ও প্রতিযোগিতার পরীক্ষা গ্রহণ করা। এবারের চীন ওপেনের মাধ্যমে বিভিন্ন মহলের ব্যক্তিরা পাখির বাসার প্রশংসা করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু তথ্য জানানো।

জাতীয় স্টেডিয়াম পাখির বাসা পেইচিং অলিম্পিক পার্কের কেন্দ্র স্থালে অবস্থিত। পাখির বাসায় ৯১হাজার দর্শকের আসন রয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী, সমাপনি, ট্র্যাক এন্ড ফিল্ড ও পুরুষদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিতহবে।

চার দিনব্যাপী ভাগ্যবান পেইচিং ট্র্যাক এন্ড ফিল্ড চীন ওপেন অলিম্পিক গেমসের মতই ব্যবস্থা করা হয়েছে। ১১টি দেশ ও অঞ্চলের ৯শো ৩২জন ক্রীড়াবিদ ও ২১জন প্রতিবন্ধী ক্রীড়াবিদ এবারের চীন ওপেনের ৪৬টি ইভেন্টে অংশ নেন। এবারের চীন ওপেন পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদেরকে পাখির বাসায় প্রথমবারের মত অনুশীলনের সুযোগ দেয়ার পাশাপাশি পাখির বাসার স্থাপনা ও সেবার মান পরীক্ষা করেছে।

এথেন্স অলিম্পিক গেমসে পুরুষদের ১১০মিটার হার্ডলস চ্যাম্পিয়ন চীনা ক্রীড়াবিদ লিউ সিয়াং ২২ মে পাখির বাসায় প্রতিযোগিতায় অংশ নেন। তিনি পাখির বাসার স্থাপনা ও সেবার উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি মনে করি, নিরাপত্তা পরীক্ষা, স্থাপনা ও সাংগঠনিক কাজসহ বিভিন্ন পক্ষের উদ্যোগ আন্তর্জাতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ে রয়েছে। দর্শকদের ভেতরেও প্রবল উত্সাহের সৃষ্টি হয়েছে।'

জাতীয় স্টেডিয়াম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার চাং হেংলি বলেন, স্টেডিয়ামটি নির্মাণের আগে তাঁরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে খুটি নাটি বিষয় নিয়ে বহুবারের মত আলোচনা করেছে। পাশপাশি গ্রুপটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের অভিজ্ঞতাও ---।

এর ভিত্তিতে পাখির বাসা যথাসম্ভব ক্রীড়াবিদদেরকে সুবিধা সরবরাহ করতে পারে। এবারের চীন ওপেনে অস্ট্রেলিয়ার একজন অংশগ্রহণকারী ক্রীড়াবিদ পাখির বাসার প্রশংসা করেন। তিনি বলেন, 'পাখির বাসার স্থাপনা ও সেবার মান অনেক উচ্চ ও পেশাদারী। আমাদের অলিম্পিক গেমসের সময় পুনরায় এখানে সাফল্য লাভের প্রত্যাশ্যা রয়েছে।'

পাখির বাসা একটি বিরাট স্টেডিয়াম। সেজন্য প্রত্যিটি দর্শক নিজের আসন থেকে স্পষ্টভাবে প্রতিযোগিতা দেখা নিশ্চিতের জন্য পাখির বাসায় বিশেষ ডিসাইন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি দশর্ক আসন থেকে স্টেডিয়ামের কেন্দ্র পর্যন্ত ১৪০মিটার দূর।

এছাড়াও, পাখির বাসার বিশেষ অবাধ স্থাপনা রয়েছে। দর্শক আসনের মধ্যে প্রায় ২শো হুইয়ালচেয়ার রয়েছে। এ সব হুইয়ালচ্যায়ার সাধারণ আসনের চেয়ে একটু উচ্চ। এতে প্রতিবন্ধী দশর্করা সাধারণ দর্শকদের মত প্রতিযোগিতা স্পষ্টভাবে দেখতে পারে।

সার্বিকভাবে দু'দিন খোলার পর পাখির বাসা মানবসম্মত স্থাপনা, সুষ্ঠু সেবা ও অনেক বেশি ইভেন্ট আয়োজনের সুযোগ থাকায় বেশি প্রশংসা পেয়েছে।

ছাই ইউয়ে