সিনহুয়া বার্তা সংস্থার খবরঃ বিশ্ব ব্যাংকের গভর্ণর রবার্ট জোলিক ২৪ জুন মেক্সিকোর কানকুনে বলেছেন, লাতিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের দারিদ্র দেশগুলোতে খাদ্য ও দ্রুত অশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট খাদ্য ও জ্বালানি সংকট সমাধানের জন্য বিশ্ব ব্যাংক নতুন ঋণ ও আর্থিক সহায়তা ব্যবস্থা চালু করার কথা বিবেচনা করছে।
কানকুনে লাতিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের প্রথম অর্থমন্ত্রী সম্মেলনে অংশ নেয়ার সময় জোলিক বলেন, বিশ্ব ব্যাংক বিশ্বব্যাপী খাদ্য সমস্যা সমাধানের বহুপক্ষীয় তহবিল স্থাপনের পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, কৃষি ক্ষেত্রে ঋণ বাড়ানো ছাড়া বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর কৃষি অবকাঠামো আর কৃষি উত্পাদনের প্রযুক্তি উন্নয়ন এবং খাদ্যশস্যের উত্পাদনের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে সহজ শর্তে ঋণ ও কৃষিজাত দ্রব্যের বিমাসহ নানা পদ্ধতি অবলম্বনের পরিকল্পনা করেছে।
তেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য জোলিক ওপেকের সদস্য দেশগুলোর উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব তেল উত্পাদনের পরিমাণ বাড়ানো প্রস্তাব করেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|